চট্টগ্রাম সিটিতে নির্বাচন ২৯ মার্চ, ভোট ইভিএমে

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৯ মার্চ। ঢাকার সদ্য সমাপ্ত দুই সিটির মতোই ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহন হবে এই সিটিতে। একইদিন বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। এই দুই আসনে ভোট হবে ব্যালট পেপারে।

রবিবার নির্বাচন কমিশনের (ইসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৬১তম কমিশন সভা অনুষ্ঠিত হয়।

সিটি করপোরেশন নির্বাচন ও দুই আসনের মনোনয়ন দাখিলের শেষ দিন ২৭ ফেব্রুয়ারি। আর প্রতিক বরাদ্দ ৯ মার্চ।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম ও সচিব মো. আলমগীরসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/ডিএম)