নওগাঁয় সহিংস উগ্রবাদ প্রতিরোধে সেমিনার

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৩

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁয় ‘উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পুলিশ লাইন্সের ড্রিলসেডে দিনব্যাপী শুরু হওয়া সেমিনারের উদ্বোধন করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।

সেমিনারে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সহিংসতা প্রতিরোধে পুলিশের ভূমিকা ও করণীয় নিয়ে কথা বলেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ১৮ থেকে ২৮ বছর বয়সী যুব নারী-পুরুষরাই উগ্রবাদ এবং সহিংসতায় বেশি জড়িয়ে পড়ছে। একটি চক্র আল্লাহর ভয় এবং জান্নাতের প্রবেশের সহজ পথ দেখানোর নামে ভুল পথে পরিচালিত করছে। এতে প্রলুব্ধ হয়ে যুবকরা সহিংসতার পথ বেছে নিচ্ছে। এসব থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে হবে। এজন পারিবারিকভাবে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল আক্তার, ফারজানা হোসেন, অতিরিক্ত সহকারী পুলিশ সুপার সুরাইয়া খাতুনসহ জেলার ১১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ সদস্য, জেলা কারাগারে পুলিশ সদস্য ও সাংবাদিকরা।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)