সেগুনকাঠসহ কাভার্ডভ্যান রেখে পালিয়েছেন চালক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৫ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৩

কুমিল্লায় পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুনকাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক করেছে বন বিভাগ। এ সময় অবৈধ কাঠ ও কাভার্ডভ্যান রেখে পালিয়েছেন চালক ও তার সহকারী।

রবিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাষাড়া এলাকা থেকে অবৈধ সেগুনকাঠ বোঝাই কাভার্ডভ্যান আটক করা হয়।

কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নূরুল করিম জানান, গোপন সংবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনে ঢাকা অভিমুখী কাভার্ডভ্যানকে থামাতে সংকেত দিলে চালক পালাতে চেষ্টা করে। পরে অন্য একটি গাড়ি দিয়ে কাভার্ডভ্যানটিকে ধাওয়া করলে চাষাড়া এলাকায় গিয়ে চালক ও তার সহকারী কাঠ বোঝাই গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যানের ভেতর থেকে প্রায় পাঁচ লাখ টাকার সেগুনকাঠ জব্দ করা হয়। কাঠে বন বিভাগের হাতুড়ির চিহ্ন না থাকায় বুঝা যায়, কাঠগুলো অবৈধভাবে পাচার করা হচ্ছে। এছাড়া গাড়িতে কোনো কাগজপত্রও পাওয়া যায়নি।

তিনি বলেন, কাভার্ডভ্যান দিয়ে অবৈধভাবে কাঠ পাচারের ঘটনায় কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট বন আদালতে একটি মামলা করা হয়েছে।

অভিযানে বিভাগীয় বন বিভাগের ফরেস্ট রেঞ্জার তোশাররফ হোসেনের সঙ্গে ছিলেন ফরেস্টার দীলিপ কুমার দাস, বন প্রহরী আবুল কালাম আজাদ, এমএ মান্নান, জুলফু মিয়া ও আবুল হোসাইন।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :