করোনা সন্দেহে নাজেহাল সিঙ্গাপুরফেরত প্রবাসী

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৪

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

ছুটি কাটাতে বাড়িতে এসে গ্রামবাসীর তোপের মুখে পড়েছেন সিঙ্গাপুর ফেরত এক প্রবাসী। গ্রামবাসীর সন্দেহ তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তবে, স্বাস্থ্যপরীক্ষা করেই দেশে ফিরেছেন বলে ভাষ্য ওই প্রবাসীর।

টাঙ্গাইলের বাসাইলে ওই প্রবাসীকে নিয়ে রিতিমতো তুলকালাম শুরু হয়েছে। গ্রামবাসীর বয়কটের শিকার ওই প্রবাসীকে ঢাকায় গিয়ে ফের চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন স্থানীয় চিকিৎসক।

জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুর থেকে দেশে আসেন। এরপর করোনা আক্রান্ত সন্দেহে তাকে এড়িয়ে চলতে থাকেন গ্রামবাসী। পরে সামাজিক চাপে তিনি রবিবার দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানকার চিকিৎসকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। তবে, টাঙ্গাইলের চিকিৎসকরা তার শরীরে করোনাভাইরাসের নমুনা পাননি। এরপরও গ্রামবাসীর চাপে করোনা নিশ্চিত হতে পরীক্ষার জন্য তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘তার শরীরে করোনা ভাইরাসের কেনো নমুনা পাওয়া যায়নি। তার শরীরে জ্বর বা ঠান্ডা লাগার লক্ষণ নেই। এরপরও যেহেতু তিনি বিদেশ থেকে এসেছেন এবং লোকজন তাকে সন্দেহ করছে, তাই তাকে ঢাকায় গিয়ে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।’

প্রবাসীর স্ত্রী ঢাকাটাইমসকে বলেন, ‘আমার স্বামী প্রতি বছর একবার করে ছুটি নিয়ে দেশে আসেন। গত চার মাস আগেও তিনি দেশে এসেছিলেন। আবার গত ১৩ ফেব্রুয়ারি দেশে ফেরার কারণে মানুষ মনে করছে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় কেউ শত্রুতা করে গুজব ছড়িয়েছে।’

এ ব্যাপারে ওই প্রবাসী ঢাকাটাইমসকে বলেন, ‘আমি গত ১৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে দেশে ছুটিতে আসি। বিমানবন্দরেও করোনাভাইরাসের পরীক্ষা করা হয়েছে। সেখানে আমার করোনাভাইরাসে আক্রান্তের কোনো নমুনা পাওয়া যায়নি। কিন্তু বাড়ি আসার পর এলাকার লোকজন আমাকে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করছে। আমার কাছেও কেউ আসছে না। আমি নিরুপায় হয়ে চিকিৎসকদের পরামর্শ নিতে এসেছি।’

ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/ইএস