রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে আউটডোর উদ্বোধন

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের (সিপিএইচ) নবনির্মিত বহির্বিভাগ ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় নতুন বহির্বিভাগের উদ্বোধন করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আধুনিক চিকিৎসা প্রদানের জন্য চারতলা ভবনটি নির্মাণ করা হয়েছে স্টিল কাঠামোতে। এখন থেকে পুলিশ সদস্যরা দ্রুত সময়ের মধ্যে বহির্বিভাগে চিকিৎসা নিতে পারবেন।

১৯৫৪ সালে প্রতিষ্ঠিত সিপিএইচ পুলিশের শীর্ষস্থানীয় হাসপাতাল। এখান থেকে পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা আধুনিকমানের চিকিৎসা ও ওষুধ পেয়ে থাকেন। ১৯৯৭-২০০৫ মেয়াদে ‘বাংলাদেশ পুলিশ হাসপাতালসমূহ আধুনিকীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ৭০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়।

বর্তমানে কার্ডিওলজি, গাইনি-অবস্, অর্থোপেডিক, শিশু, মেডিসিন, জেনারেল সার্জারি, নেফ্রোলজি,ইএনটি, ডার্মাটোলজি, চক্ষু ও দন্ত বিভাগ চালু আছে। অত্যাধুনিক রেডিওলজি এন্ড ইমেজিং ও ল্যাবরেটরি সুবিধা ছাড়াও রয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ডায়ালাইসিস ইউনিট, ১৬০ স্লাইচ সিটিস্ক্যান, এমআরআই মেশিন, ২৪ ঘণ্টা ইমার্জেন্সি সার্ভিস, ইকো-কার্ডিওগ্রাম সুবিধা, ডিজিটাল ম্যামোগ্রাফী, ইটিটি সুবিধা, ডিজিটাল এক্স-রে মেশিন, ৪-ডি আল্ট্রাসনোগ্রাম মেশিন ও ব্লাড ব্যাংক সুবিধা।

হাসপাতালের কার্যক্রম ও রোগীর তথ্য সংরক্ষণ ও মনিটরিংয়ের জন্য রয়েছে ডিজিটাল ফরমেট। এরই মধ্যে চালু হয়েছে সিস্টেম সফটওয়ারটি।

ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এসএস/ইএস