‘অলস নেতাকর্মীদের’ তুলাধোনা করলেন ইশরাক!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৫

রাজনীতিতে নতুন হলেও সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়ে বেশ সাড়া ফেলেছেন বিএনপির ইশরাক হোসেন। নির্বাচনের পরও দলের কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ দেখা যাচ্ছে। মেয়র নির্বাচনে তার পরাজয়ে দলের কিছু নেতাকর্মীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নির্বাচনের দিন তিনি আকাশ-পাতাল তফাত দেখেছেন জানিয়ে ইশরাক বলেন, কেউ ঝুঁকি নেবেন, আর কেউ ঘুমাবেন তাতে সাফল্য আসবে না।

আজ রবিবার নয়াপল্টনে আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপির সমর্থিত মেয়র ও কাউন্সিলরদের এক মতবিনিময় সভায় এসব কতা বলেন ইশরাক। শুধু ইশরাক নন, বিএনপির অনেক শীর্ষ নেতা এবং প্রার্থীদের কেউ কেউ নেতাকর্মীদের ভূমিকার সমালোচনা করেছেন।

নির্বাচনের দিনের চিত্র তুলে ধরে ইশরাক বলেন, ‘নির্বাচনের দিন কার কী ভূমিকা ছিল সেটা কারও নাম উল্লেখ করে বলার দরকার নেই। নির্বাচনের দিন ভোট দিয়ে আমি নিজেও কেন্দ্র থেকে কেন্দ্রে ঘুরে বেড়িয়েছি। সেদিন কিছু আকাশ-পাতাল তফাত লক্ষ করেছি।’

বিএনপির প্রযাত প্রভাবশালী নেতা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোতার ছেলে ইশরাক বলেন, ‘নির্বাচনের দিন দলের স্থানীয় নেতাকর্মীরা চেষ্টা করেছিলেন মাঠে থাকার। কিন্তু তাদের সংগঠিত করা হয়নি। কেউ ঝুঁকি নেবে, কেউ ঘুমিয়ে থাকবে, সেটা হতে পারে না। এভাবে আমাদের সাফল্য আসবে না।’

নিজের অভিজ্ঞতা বর্ণনা করে এই মেয়র প্রার্থী বলেন, ‘কিছু এলাকায় দেখেছি কাউন্সিলর প্রার্থীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করেছে নির্বাচনে জয় ছিনিয়ে আনার জন্য। আবার কিছু জায়গায় দেখেছি কাউন্সিলর প্রার্থীও নাই।’

নির্বাচনে অংশগ্রহণ করে দলের মধ্যে যে দুর্বলতা ছিল সেগুলো নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে বলে জানান ইশরাক। বলেন, ‘আমরা যাতে সামনের দিনগুলোতে আমাদের দুর্বলতা চিহ্নিত করে সমাধান করতে পারি, সেই জন্য এই আলোচনা।’

কাউন্সিলরদের উদ্দেশ করে ইশরাক বলেন, ‘নির্বাচনে আমাদের অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং খালেদা জিয়াকে মুক্ত করা। আমরা যদি সুসংগঠিত হয়ে সামনের দিনগুলোতে আন্দোলন বেগবান না করতে পারি আমাদের প্রাণপ্রিয় নেত্রীর মুক্তি শিগগির সম্ভব হবে না।’

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/বিইউ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান আহমেদ মারা গেছেন

গণতন্ত্রের ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা বিজয়ী হবো: মির্জা ফখরুল

বাসায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস: প্রতিমন্ত্রী শফিকুর রহমান

স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই: মির্জা আব্বাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :