হুইপ শামসুলের মামলায় পুলিশ কর্মকর্তা সাইফের জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৬

জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল করিমের (সাইফ আমিন) জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। আগামী ৫ এপ্রিল পরবর্তী শুনানির ধার্য্য দিন পর্যন্ত তার জামিন বহাল থাকবে।

হুইপ পাঁচ বছরে ১৮০ কোটি টাকা জুয়ার আসর থেকে আয় করেছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় সাইফ আমিনের বিরুদ্ধে গত ২৫ সেপ্টেম্বর এ মামলা করা হয়।

মামলাটি তদন্তের পর গত ১০ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করেন সিটিটিসির স্যোশাল মিডিয়া মনিটরিং টিমের পুলিশ পরিদর্শক নাজমুল নিশাত। ট্রাইব্যুনাল গত ১২ ফেব্রুয়ারি প্রতিবেদনটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানার জারি করেন। রবিবার আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মাধ্যমে এ আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

শুনানিতে সায়েদুল হক সুমনে বলেন, ‘আসামি সম্পূর্ণভাবে নির্দোষ, নিরাপরাধ। তিনি ষড়যন্ত্রের শিকার। আসামির কাছ থেকে জব্দকৃত আলামত মোবাইল ফোন, সিম, ফেসবুক অ্যাকাউন্ট সাইফ আমিন এর ধারণকৃত তথ্য ফরেনসিক বিশ্লেষণে তর্কিত স্ট্যাটাস পাওয়া যায়নি। তাই তিনি জামিন পেতে পারেন।’

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম জামিনের বিরোধীতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ওই ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন আগামী ধার্য তারিখ ৫ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর বাদী এ মামলা করেন। যা ওইদিন কাউন্টার টেরোরিজমকে তদন্তের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

জামিনপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল করিমের (সাইফ আমিন) বর্তমানে এয়ারপোর্টের আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত আছেন। তিনি ফেনী জেলার সদর থানার পশ্চিম উকিলপাড়া গ্রামের আমিনুল হক ভূঁইয়ার ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, ‘চট্টগ্রাম আবাহনী ক্লাবের জুয়ার আসর থেকে গত পাঁচ বছরে ক্লাবটির মহাসচিব ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ১৮০ কোটি টাকা আয় করেছেন বলে গত ২০ সেপ্টেম্বর রাত ১.৫৭ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দেন পুলিশ পরিদর্শক সাইফ আমিন।

মামলায় বলা হয়, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে কোথাও বাদীর নাম আসেনি। তাই বাদীর বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যা প্রকাশের মাধ্যমে বাদীর সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :