চিরিরবন্দরে শহীদ মিনার নির্মাণে বাধার প্রতিবাদ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৪

শহীদ মিনার নির্মাণের সময় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওখৈর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আবু সৈয়দকে লাঞ্ছিত করায় এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রবিবার দুপুর ১টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি হয়।

মানববন্ধনে অংশ নেন উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় মানববন্ধনকারীরা দপ্তরি আবু সৈয়দকে মারধরকারী ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল ইসলাম নয়নের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত শুক্রবার নওখৈর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুজিববর্ষ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে একটি শহীদ মিনার নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বিদ্যালয়ের সভাপতি রেজাউল ইসলাম নয়ন ও তার লোকজন সেই কাজে বাধা দেয়।

এ সময় আবু সৈয়দের সঙ্গে নয়নের কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নয়নসহ তার সঙ্গে থাকা লোকজন আবু সৈয়দকে মারধর করে জখম করে। পরে নয়নের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একটি অভিযোগ দেন আবু সৈয়দ।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :