ছয় জেলায় সড়কে ৯ প্রাণহানি, আহত অন্তত ২২

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৯ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৫

দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ২২ জন। রবিবার বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে সিরাজগঞ্জে বাস খাদে পড়ে এক নারীসহ তিন বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

ফরিদপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অন্যদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

যশোরের ঝিকরগাছায় মাটির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান (৩০) নিহত হয়েছেন। সকালে ঝিকরগাছা-ছুটিপুর সড়কের মোল্লা বিক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জের মাইজবাড়ি এলাকায় সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হন।

যাশোর প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিকাশ কোম্পানির কর্মচারী আব্দুর রহমান ঝিকরগাছা থেকে ছুটিপুর যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান একটি মাছের ট্রাক ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি ইটভাটার ট্রাক সজোরে ধাক্কা দিলে আব্দুর রহমান মারাত্মকভাবে জখম হয়। স্থানীয়রা দ্রুত তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাস খাদে পড়ে এক নারীসহ তিন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মনজিল হক জানান, বগুড়া থেকে ঢাকা যাওয়ার পথে শাহ ফতেহ আলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিন বাসযাত্রী নিহত হয়। আহত হয় আরো অন্তত ১৫ জন।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান সরকার (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের নয় মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান সরকার সিরাজগঞ্জ জেলার রায়পুর এলাকার সোলাইমান সরকারের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের ভেড়ামারা শাখায় কর্মরত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামাল।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা প্রতিনিধি জানান, ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব সড়কের খুপিবাড়ি নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার গাবসারা ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামানের ছেলে রেইন (১৮), পৌর এলাকার ছাব্বিশা গ্রামের শাহজাহানের ছেলে ও ট্রাকচালক মো. টনি (২৫), গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল বারী (৭৫), একই গ্রামের আব্দুল্লাহ মিয়ার মেয়ে জেসমিন আক্তার (৩০) ও মো. মিল্টনের মেয়ে লিলি (২৫)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন জানান, হাসপাতালে ভর্তি হওয়া পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।

ফরিদপুর প্রতিনিধি জানান, ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় শিবরামপুর-খলিলপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই গরু ব্যবসায়ী। এরা হলেন ঈশান গোপালপুর ইউনিয়নের চর নশিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ পালের ছেলে ইদ্রিস পাল (৪৯) ও দুর্গাপুর গ্রামের শুকুর আলীর ছেলে মোনায়েম হোসেন ওরফে মুন (৪১)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জের মাইজবাড়ি এলাকায় সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হন।

নিহতরা হলেন- মাইজবাড়ি এলাকার নাসির মিয়ার ছেলে সোহাগ ও একই এলাকার শামছুন নুরের ছেলে পাভেল।

সন্ধ্যায় শহরের আমবাড়ি থেকে মাইজবাড়ি এলাকায় যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বিকালে এক মোটরসাইকেলে চারজন আরোহী নিয়ে দ্রুত গতিতে শহরের আমবাড়ি থেকে মাইজবাড়ি এলাকায় যাওয়ার পথে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে প্রকৌশলীকে চাপা দেওয়া বাসচালকের লাইসেন্স ছিল না: র‌্যাব

দেশীয় খেলা প্রসারের জন্য যা দরকার সরকার তা করছে: প্রধানমন্ত্রী

নির্বাচন অনেকটা ইনজেকশনের মতো, অনেকে ভয় পায়: ইসি আলমগীর

সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি ২৫ হাজার কোটি টাকার বেশি: বিআরটিএ

নানা আয়োজনে আমেরিকায় ‘বাংলাদেশ সম্মেলন’ অনুষ্ঠিত

অপতথ্য রোধে গণমাধ্যমকে ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

ফুলেল শ্রদ্ধায় শিব নারায়ণ দাশকে শেষ বিদায়

আগামী বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি

উপজেলা নির্বাচনের সময় আ.লীগের সব ধরনের কমিটি গঠন বন্ধ থাকবে: কাদের

হজ প্যাকেজের খরচ ১ লাখ ৪ হাজার টাকা কমানো হয়েছে: ধর্মমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :