সোনারগাঁয়ে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানে পণ্য পরিবহনের আড়ালে ফেনসিডিল পাচারকালে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৪৭০ বোতল ফেনসিডিল উদ্ধার ও কাভার্ডভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন, জহিরল আলম, জামাল হোসেন ও মো. আকাশ।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী জানান, গ্রেপ্তার আসামিরা চট্টগ্রাম থেকে একটি হলুদ রঙের কাভার্ডভ্যানে তুলা বোঝাই করে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদে সকালে মহাসড়কের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর এলাকা চেক পোস্টে তাদের গাড়িতে তল্লাশি করে ৪৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ ফেনসিডিল কেনা-বেচা করে আসছিল। মাদক ব্যবসা তাদের একমাত্র পেশা। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে দীর্ঘদিন অবৈধভাবে সীমানা এলাকা দিয়ে অভিনব কায়দায় ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং কাভার্ডভ্যানে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে সরবরাহ করে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :