সিরাজগঞ্জে বিসিকের ওয়েলডিং প্রশিক্ষণ শুরু

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৩

ঢাকাটাইমস ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সিরাজগঞ্জ জেলা কার্যালয় ও ন্যাশনাল স্কিলস ডেভলপমেন্ট ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী ওয়েল্ডিং পদ্ধতির উপর স্বল্প মেয়াদি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

ন্যাশনাল স্কিলস ডেভলপমেন্ট ইন্সটিটিউটে রবিবার কোর্সের উদ্বোধন করেন রায়গঞ্জের সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাশ। প্রশিক্ষণে জেলার  ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিকের সহকারী মহাব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ। সভাপতিত্ব করেন ন্যাশনাল স্কিলস ডেভলপমেন্ট ইন্সটিটিউটের অধ্যক্ষ নরেশ চন্দ্র তালুকদার।

ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/কেএম/এলএ