ইতালিতে শিশুদের নিয়ে অঙ্কুরের আয়োজন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৩

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশ আমার চেতনা’স্লোগানে ইতালির রোমে অঙ্কুরের ১০ম প্রয়াস সফলভাবে সম্পন্ন হয়েছে।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানানোর পাশপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, শিশুদের সঠিক পথে পরিচালিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারলে সুন্দর একটি দেশ গড়ে তোলা সম্ভব।

অঙ্কুরের ১০ বছরের ধারাবাহিকতার কার্যক্রমের প্রশংসা করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বলেন, অঙ্কুরের এই পথচলায় বহিঃবিশ্বে আগামীর উজ্জ্বল বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। আয়োজকরা মনে করেন, বাংলাদেশের সঠিক গৌরবোজ্জ্বল ইতিহাস জানানো আমাদের দায়িত্ব আর শিশুদের অধিকার। প্রবাসে সংস্কৃতি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অভিভাবকদের এগিয়ে আসার অনুরোধ করেন তারা।

আয়োজনে বর্ণমালা, আবৃতি, চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতায় শিশুরা তাদের মনের মতো করে ভাষা আন্দোলনের সেই প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করেন রাষ্ট্রদূত ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :