ইতালিতে অঙ্কুর বারি শাখার আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৩

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

ইতালি প্রবাসী শিশুদের বাংলা সংস্কৃতি তথা গৌরবময় ইতিহাস জানাতে অঙ্কুর বারি শাখার আয়োজনে ‘একুশ আমার চেতনা’ স্লোগানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ইতালি প্রথম স্থায়ী শহীদ মিনার চত্বরে শনিবার সকাল ১০টায় অঙ্কুর এর ১০ম প্রয়াস উপলক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় শিশুরা নরম হাতের ছোঁয়ায় মনের আল্পনাতে ফুটিয়ে তোলে মহান একুশে ফেব্রুয়ারি চিত্র। পাশাপাশি তারা জানতে পারে বাংলার ইতিহাস সম্পর্কে।

প্রবাসী শিশুদের ভাষা এবং দেশের প্রতি আগ্রহ সৃষ্টি করতে উপস্থিত ছিলেন অঙ্কুর বারি শাখার  সভাপতি মাহমুদুল ইসলাম খোকন, ফরিদ উদ্দীন, আশরাফুর রহমান, ইউসুফ নবী,  আফজাল হোসেন, মাদনেল্লা বাংলা শিক্ষার শিক্ষিকা এ্যানি বড়ুয়া, শাহনাজ আক্তার, মুক্তি নাজনীন, লাভলী চৌধুরী  ও অভিভাবকরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অঙ্কুর বারি শাখার সিনিয়র সহ-সভাপতি- ও অঙ্কুরের সমন্বয়কারী অনুজ বড়ুয়া।

ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/কেএম/এলএ