এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে বসন্ত উৎসব

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৪

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে রঙিন আয়োজনে ঋতুরাজ বসন্তের আগমনকে সামনে রেখে বসন্ত উৎসব পহেলা ফাগুন উদযাপিত হয়েছে। এই উপলক্ষে ইউনিভার্সিটির অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতায় স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আয়োজনে কনফারেন্স হলে ‘ফাগুনের ও মোহনায়’ নামক এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।

বেশির ভাগ শিক্ষক, ফ্যাকাল্টি, স্টাফ ও শিক্ষার্থীরা হলুদ, কমলা ও লাল রঙের জামা ও শাড়ি পড়ে অনুষ্ঠানে অংশ নেন। উৎসবে প্রথম পর্বে ছিল ফাগুন মেলা। এতে ১৮টি স্টল অংশ নেয়। যেখানে ছিল দেশি ও বিদেশি খাবারের পসরা, বিভিন্ন ডিজাইনের জামা কাপড়, শিক্ষার্থীদের হাতের তৈরি বিভিন্ন প্রকারের সাজগোজের উপকরণ, প্রসাধনী সামগ্রী ইত্যাদি।

দ্বিতীয় পর্বে ছিল বর্ণাঢ্য স্বাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশি ছাড়া ও বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নৃত্য, গান, লোক সংগীত ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক নির্মলা রাও। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ডসহ ফ্যাকাল্টি, স্টাফ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :