সিএএ কার্যকরের সিদ্ধান্তে অনড় মোদি

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৩

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পার্লামেন্টে পাস হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রবিবার দেশটির বারাণসীতে লিঙ্গায়েত সম্প্রদায়ের জঙ্গমওয়াড়ি মঠে অনুষ্ঠিত এক জনসভায় উপস্থিত ছিলেন মোদি। মোদির সাথে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাশাপাশি ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও।
 
সভায় মোদি বলেন, ‘দেশের স্বার্থে সিএএ কার্যকর করা ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত বাতিল করা জরুরি ছিল। সিএএ কার্যকর ও সংবিধানের ৩৭০ ধারা বাতিলের কারণে আমাদের ওপর বৈশি^ক প্রচণ্ড চাপ ছিল। কিন্তু আমরা চাপের কাছে নতিস্বীকার করিনি, করবও না।’ 
 
মোদি আরো বলেন, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও সংশোধিত নাগরিকত্ব আইন দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জনগণের চাপ ছিল। দেশের উন্নয়নে যেসব সিদ্ধান্ত নেওয়া জরুরি তা ইউনিয়ন সরকার করবে।’ 
 
গত ৫ আগস্ট ভারতের পার্লামেন্টে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। তারপর থেকে কার্যত কাশ্মীর অবরুদ্ধ হয়ে আছে। সেখানে হাজার হাজার রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
বিজেপি সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নিজেদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও তিনি জানান। মোদি বলেন, ‘দীর্ঘদিন উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছেনি। দরিদ্রদের আর্থ-সামাজিক পরিস্থিতির কোনো উন্নয়ন হয়নি। ইউনিয়ন সরকার দরিদ্রদের জীবনমান উন্নয়নকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে।’  
 
অন্য আরেকটি অনুষ্ঠানে মোদি বলেন, শীঘ্রই অযোধ্যায় রাম মন্দির দ্রুততার সহিত নির্মাণের কাজ শুরু হবে। 
 
সম্প্রতি রাম মন্দির নির্মাণের জন্য বিজেপি সরকার একটি ট্রাস্ট তৈরি করেছে। প্রায় ৬৭ একর ভূমির ওপর রাম মন্দির নির্মাণ করা হবে। 
 
(ঢাকা টাইমস/১৭ফেব্রুয়ারি/আরআর)