ভাষা দিবসের নাটকে নিথর-মৌ

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০০

একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উপলক্ষে বিটিভির বিশেষ একটি নাটকে জুটি বেঁধেছেন মূখাভিনেতা নিথর মাহবুব ও তাহমিনা সুলতানা মৌ। নাটকটির নাম ‘ভাষা’। গত ১৩ ও ১৫ ফেব্রুয়ারি খিলগাঁও এবং বিটিভিতে নাটকটির শুটিং হয়। এটি রচনা করেছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। শাহ্ জামানের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল ইসহাক।

‘ভাষা’ নাটকে নিথর মাহাবুব ও তাহমিনা সুলতানা মৌ রয়েছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। এছাড়া আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, হাফিজুর রহমান সুরুজ, মনির আহমেদ শাকিল, আহসান হাবিব নাসিম, দোলন দে, শানারাই দেবী শানু, সূচনা শিকদার, তপন, শিশু শিল্পী তুর্জসহ অনেকে। নাটকের একটি অংশে নিথর মাহবুবের মূকাভিনয়ও রয়েছে।

এই অভিনেতা বলেন, ‘ফেব্রুয়ারি মাস আসার পর থেকে একের পর এক মঞ্চে শো করে যাচ্ছি। সামনে আরো শো আছে। ‘ভাষা’ নাটকের পরিচালক হিমেল ইসহাক ভাই কাজটির জন্য যে দুদিন সময় চেয়েছিলেন। সেই দুদিন আমার অন্য কাজে যুক্ত থাকার কথা ছিল। কিন্তু বিটিভির কাজ এবং নাটকে মূকাভিনয় আছে বলে সময় বের করে কাজটি করেছি।’

তিনি আরো বলেন, ‘নাটকে আমার চরিত্রটি মূকাভিনেতার না হলেও নাটকের একটি অংশে আমি মূকাভিনয় করেছি। তাতেও একটা সামজিক বার্তা রয়েছে। মূখাভিনয়ের মাধ্যমে আমি বুঝিয়েছি, কোনো কিছু ধ্বংস করা খুব সহজ কিন্তু সৃষ্টি করা অনেক কঠিন। এই নাটকে কাজ করে খুব ভালো লেগেছে।’

এই নাটকে নিথর মাহাবুবের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। তিনি বলেন, ‘আমি ধারাবাহিক নাটকে বেশি কাজ করি। বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ হাতে রয়েছে। তাই এক ঘণ্টার নাটকের জন্য সময় বের করা কষ্টকর হয়। তার পরেও বিশেষ দিবসের নাটকগুলোতে কাজ করার চেষ্টা করি। ‘ভাষা’ নাটকে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে।’

অভিনেত্রী আরো বলেন, ‘এই নাটকে অনেকগুলো গুণী মানুষের সঙ্গে কাজ করেছি। তারা প্রায় সবাই থিয়েটার অঙ্গণের। তাই কাজটা করতে গিয়ে অনেক ভালো লেগেছে। বিশেষ করে, নিথর ভাই মূকাভিনেতা হিসেবে সারাদেশে ব্যাপক পরিচিত। তাই তার সঙ্গে জুটি বেঁধে কাজ করাটা ছিল নতুন এক অভিজ্ঞতা।’

ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :