বইমেলায় জাহিদুল ইসলামের ‘ শান্তির খোঁজে’

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি জাহিদুল ইসলামের কাব্যগ্রন্থ ‘শান্তির খোঁজে’। বইটি প্রকাশ করেছে একুশে বাংলা প্রকাশন।

‘শান্তির খোঁজে’ কবির প্রথম বই। এতে মোট ৫৮টি কবিতা রয়েছে। কবিতাগুলোতে তারুণ্য, প্রেম-ভালোবাসা, বিরহ, দেশপ্রেম, দ্রোহ, প্রতিবাদসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। তবে বেশিরভাগই বিদ্রোহ ও প্রতিবাদী কবিতা বলে জানিয়েছেন কবি।

জাহিদুল ইসলাম বলেন, কি দেখার ছিলো আর কি দেখছি? বাঙালির অভিধান থেকে বিদ্রোহ, প্রতিবাদ, বিপ্লব, ন্যায়ের পক্ষে থাকার সৎ সাহস হারিয়ে গেছে। যার প্রতিফলন দেখা যাচ্ছে বইমেলাতেও। আমরা ক্রমেই তোষামোদে ও তেলবাজ প্রকৃতির হয়ে যাচ্ছি। তারপরও আমি আশাবাদী। যে আগুন ধপ করে জ্বলে সে আগুন ধপ করেই নিভে যায়। নিভে যাওয়ার জন্য কলম হাতে তুলে নেইনি। আমার ভেতরে আগুন জ্বলছে ধীরলয়ে। যা কবিতায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

বইটি মেলায় একুশে বাংলা প্রকাশনের ৫২৫ ও ৫২৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এজেড)