ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি। তার এই সফরে ঢাকা-কাঠমান্ডুর মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। সোমবার ঢাকার নেপাল দূতাবাস এক বার্তায় তথ্যটি নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, নেপালের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা ইস্যুতে গুরত্ব দেবে বাংলাদেশ। অপরদিকে নেপালের পক্ষ থেকে কৃষি, আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাংলাদেশের সহযোগিতা চাওয়া হতে পারে।

আগামীকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এনআই/জেবি)