ফরিদপুরে নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫১

ফরিদপুরের নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে আনন্দ ঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে সোমবার বেলা ১১টা থেকে দিনব্যাপী খেলাধুলার বিভিন্ন ইভেন্ট, মনোজ্ঞ ডিসপ্লে ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় আনন্দ উল্লাসে মাতে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।

জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং শন্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বার্ষিক এই মিলন মেলার উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এ.কে আজাদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান।

বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল, নেক্সট কালেকশন্স লিমিটেডের এমডি বেলাল হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, অধ্যাপক ম. হালিম প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :