বঙ্গবন্ধুবিষয়ক দুই বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৫

ঢাকাটাইমস ডেস্ক

বঙ্গবন্ধুবিষয়ক দুই বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় সংসদ ভবনে বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।

বই দুটি হলো- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার ও আলাপচারিতার সংকলন ‘জয় বাংলা’।

এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পাদনায় নুরুল ইসলাম নাহিদ ও পিয়াস মজিদ। সৈয়দ শামসুল হকের বঙ্গবন্ধু: স্মৃতি সত্তা ভবিষ্যৎ। সংকলন ও সম্পাদনা: পিয়াস মজিদ। বই দুটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন।

এসময় আরো ছিলেন- সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, চারুলিপি প্রকাশনের প্রকাশক হুমায়ূন কবীর এবং কবি পিয়াস মজিদ।

বই দুটি অমর একুশে গ্রন্থমেলায় চারুলিপি প্রকাশনের ২৮-নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)