রাণীনগরে লটারির মাধ্যমে কর্মী নিয়োগ

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নওগাঁর রাণীনগরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় লটারির মাধ্যমে ইউনিয়নভিত্তিক কর্মী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পল্লী উন্নয়ন কর্মসংস্থান ও সড়ক রক্ষনা-বেক্ষন কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পে ১০ জন কর্মীকে চূড়ান্ত করা হয়।

সোমবার দুপুরে উপজেলার কালিগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে লটারি অনুষ্ঠিত হলে এতে ২৮ জন অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জনকে চূঢ়ান্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, রাণীনগর উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, উপ-সহকারী প্রকৌশলী মকলেছুর রহমান, নির্বাহী প্রকৌশলী নওগাঁ দপ্তরের প্রতিনিধি কামরুল ইসলাম, কমিউনিটি অর্গানাইজার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আমিনুল ইসলাম, কালিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল, পরিষদের মহিলা মেম্বার হাফিজা চৌধুরী, শহিদুজ্জামান রুবিন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)