বন্ধ হচ্ছে না শাহ্ মখদুম মেডিকেল কলেজ

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া রাজশাহীর বেসরকারি শাহ্ মখদুম মেডিকেল কলেজে আগামী শনিবার থেকে নিয়মিত ক্লাস হবে। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আর ছাত্রাবাস থেকে বের করে দিতে পারবে না। পাস করা শিক্ষার্থীদের ইন্টার্নশিপেরও বিকল্প ব্যবস্থা করা হবে। রাজশাহী জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে রবিবার রাতেই জেলা প্রশাসনের হস্তক্ষেপে অধিকাংশ শিক্ষার্থী ছাত্রাবাসে উঠে গেছেন।

প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় শাহ্ মখদুম মেডিকেল কলেজ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন পায়নি। প্রতিষ্ঠানের এই নিবন্ধন না থাকায় তাদের এমবিবিএস পাস করা চারজন শিক্ষার্থী গত প্রায় এক বছর থেকে বসে আছেন। এখনই এই সমস্যার সমাধান না করলে পরবর্তী ব্যাচও একই সমস্যায় পড়বে। এই আশঙ্কায় শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

গত মঙ্গলবার তারা কর্তৃপক্ষকে নিবন্ধন জোগাড় করার জন্য পরবর্তী তিন দিনের সময় বেঁধে দেন। গত শুক্রবার এ সময় পার হয়ে যায়।

শনিবার থেকে শিক্ষার্থীরা ফের আন্দোলন শুরু করেন। ওই দিন বিকাল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় এবং রাত আটটার মধ্যে ছেলেদের এবং পরের দিন রবিবার সকাল ১০টার মধ্যে মেয়েদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দেয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, সকাল ১০টায় সময় দেওয়া থাকলে ভোর ছয়টার দিকে ছাত্রীনিবাসে পুরুষ লোক ঢুকিয়ে কর্তৃপক্ষ মেয়েদের ভয় দেখিয়ে বের করে দেয়। শিক্ষার্থীরা বই-পুস্তক ব্যাগে ভরে নিয়ে এসে রবিবার সকাল ১০টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধনে এসে দাঁড়ায়। সেখান থেকে রাজশাহী জেলা প্রশাসকের কাছে গিয়ে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন। রাতেই জেলা প্রশাসন থেকে একজন ম্যাজিস্ট্রেট পাঠিয়ে শিক্ষার্থীদের ছাত্রাবাসে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। পরে সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিয়ে এক বৈঠক হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের যে আদেশ দেওয়া হয়েছিল তার প্রত্যাহার করতে হবে। আগামী শনিবার থেকে নিয়মিত তাদের ক্লাস হবে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে ছাত্রাবাসে অবস্থান করবেন। তাদের ভয়-ভীতি বা হুমকির যে অভিযোগ পাওয়া গেছে, আবার এই ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর আগামী বৃহস্পতিবার কলেজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), শিক্ষকদের ভেতর থেকে দুজন ও ছাত্রদের দুজন প্রতিনিধি মিলে বিএমডিসি-তে যাবেন। যে চারজন শিক্ষার্থী ইন্টার্নশিপ করতে পারছে না এই প্রতিনিধি দল সেখান গিয়ে মানবিক কারণ দেখিয়ে অন্য কোনো হাসপাতালে তাদের ইন্টার্নশিপ করার ব্যবস্থা করবেন।

এই সমঝোতা বৈঠকের দায়িত্বে ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের যাতে ইন্টার্নশিপের ব্যবস্থা হয়- সে জন্য নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে আগামী বৃহস্পতিবারই তারা যেন ঢাকায় যায়। কলেজের এমডি সময় চাচ্ছিলেন, তাকে আর সময় দেওয়া হয়নি।

তিনি বলেন, শিক্ষার্থীদের কোনো রকম হুমকি বা ভয়-ভীতির কোনো প্রমাণ পাওয়া গেলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে শিক্ষার্থী মামুনুর রশিদ বলেন, জেলা প্রশাসনের এই ব্যবস্থায় তারা আশ্বস্ত হয়েছেন। তাদের আর কোনো আপত্তি নেই। শনিবার থেকে ক্লাস শুরু হলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবেন। এ ব্যাপারে কথা বলার জন্য কলেজের এমডি মনিরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে নাজমুল হক নামে এক ব্যক্তি তার ফোন ধরে বলেন, স্যার একটি মিটিংয়ে আছেন।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :