এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা, পাঁচজনকে গণধোলাই

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৯ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৮

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ায় এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে চার যুবকসহ পাঁচজনকেগণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার সকাল ৯টার দিকে হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর গ্রামের মাঠে ব্রিজের নিকট এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বেড় বারাদী গ্রামের রাকিব হাসান রকিব (২০), একই এলাকার রবিউস সানি হামজা (১৮), বিষ্ণুদিয়া গ্রামের সাকিব খান (২৫) ও হরিণাকণ্ডু থানার দবিলা গ্রামের শাহিনুর রহমান ওরফে ভিলেন রাজু (২১) এবং মাইক্রোবাসচালক কুষ্টিয়ার মিরপুর উপজেলার একতারপুর গ্রামের আসাদুল হক (৫০)।

স্থানীয়রা বলছে, প্রতিদিনের ন্যায় ওই এসএসসি পরীক্ষার্থী সকালে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছালে পূর্বপরিকল্পনা অনুযায়ী চারজন অপহরণকারী একটি মাইক্রোবাস থামিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো-চ ১৫-৩৭১৮) গাড়িতে তুলে নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে। পরে গাড়িসহ অপহরণকারীদের ধরে ফেলে এবং গণধোলাই দেয়।

পরে সংবাদ পেয়ে হরিনারায়ণপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ আলম ঘটনাস্থলে এসে অপহরণকারীদের জনতার হাত উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে ইবি থানা পুলিশের কাছে সোপর্দ করে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)