দক্ষিণ কোরিয়া ইপিএস কর্মীদের নিয়ে দূতাবাসের মতবিনিময়

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪০

মোহাম্মদ হানিফ, দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি ইপিএস কর্মীদের নিয়ে বরাবরের মতোই এবারও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।

রবিবার স্থানীয় সময় বিকাল ৩টায় দূতাবাসের হলরুমে এই মতবিনিময় হয়।

দেশটির নিযুক্ত রাষ্ট্রদূত আবিদা ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়।

২০১৯ সালের সকল কার্যক্রম তুলে ধরেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মুকিমা বেগম। কোরিয়াস্থ বাংলাদেশিদের সমস্যা ও তার সমাধানই ছিল এই মতবিনিময় সভার মূল উদ্দেশ্য। উঠে আসে বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয়। অনুষ্ঠানে ইপিএসভিত্তিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বর্তমান প্রেক্ষাপটে ইপিএস কর্মীদের নির্দিষ্ট কিছু সমস্যার দিক সমাধানের লক্ষ্যে দূতাবাসের নিকট প্রস্তাবনা তুলে ধরেন অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ।

এবারের মতবিনিময় সভায় বোয়েসেলে জমাকৃত জামানত/বিমার বিষয়টি উঠে এসেছে। এ বিষয়ে ইপিএস কর্মীদের নিকট পরামর্শ চেয়ে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে দূতাবাস।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)