বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে খেলতে চায় ছাত্রলীগ

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:২০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ প্রীতি ম্যাচ খেলতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে ম্যাচ খেলতে চায়। এজন্য মাশরাফি বিন মর্তুজার কাছে সহযোগিতা চেয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এর উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন ‍মুর্তজা। ছাত্ররীগ-বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য মাশরাফির কাছে সহযোগিতা চেয়েছেন জয়।

ছাত্রলীগ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘আমি যেহেতু একজন খেলোয়াড়, সে হিসেবে একটি টুর্নামেন্ট উদ্বোধন করতে পেরে ভালো লাগছে। আশা করি আপনারা ভালোভাবে টুর্নামেন্টটি শেষ করবেন।’ 

এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে মাশরাফি বলেন, ‘আমি বিশ্বাস করি, আপনারা সমস্ত ভালো কাজের সঙ্গে জড়িত থাকবেন। আপনাদের ভালো কাজগুলো একটি নিদর্শন হয়ে থাকবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বাংলাদেশ জাতীয় দলের সাথে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলার আশা ব্যক্ত করে বলেন, ‘ছাত্রলীগ বাংলাদেশের সাথে একটি ম্যাচ আয়োজন করতে চায়। এজন্য মাশরাফি ভাইয়ের সহযোগিতা কামনা করছি।’

জয় আরও বলেন, ‘মাশরাফি ভাই তারুণ্যের আইকন। জনগণের নেতা হিসেবে যে ধরনের কাজ করা দরকার, তরুণ এমপি মাশরাফি ভাই তা করিয়ে দেখিয়েছেন। সাধারণ মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তিনি।’

ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সাথে জুটি বেঁধে ছাত্রলীগ সভাপতি জয় ও সাধারণ সম্পাদক লেখন ভট্টাচার্য’র বিপক্ষে একটি ব্যাডমিন্টন ম্যাচ খেলেন মাশরাফি।

উল্লেখ্য, ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ‘মুজিববর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’এ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ৩০১ জন সদস্য অংশ নিচ্ছেন।

(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/এআইএ)