বাংলাদেশের বিপক্ষে লড়াইটা কঠিন হবে: চাকাভা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৫

টেস্ট ক্রিকেটে দুঃসময় পার করছে বাংলাদেশ। এই সুযোগটা কাজে লাগিয়ে ঢাকা টেস্টে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে। তবে, ভিন্নমত রেজিস চাকাভার। ৬ টেস্টে জয়হীন বাংলাদেশ দল, ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে থাকবে। তাই লড়াইটা কঠিন হবে বলে মনে করেন চাকাভা। মাঠের খেলায় দলীয় পরিকল্পনা শতভাগ কাজে লাগাতে চান বলেও জানান তিনি।

বাংলাদেশের বিপক্ষে সুখস্মৃতি আছে রেজিস চাকাভার। ৬ বছর আগে খুলনায় ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন জিম্বাবুয়ের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ না হলেও এবারও নিশ্চয়ই ইতিবাচক কিছুর খোঁজে থাকবেন চাকাভা। সঙ্গে জিম্বাবুয়ে দলও।

এলিট ক্রিকেটে আফ্রিকার দেশটির যাত্রা মসৃণ নয় মোটেও। সম্প্রতি খুব বাজে সময় পার করছে বাংলাদেশও। শেষ ৬ টেস্টেই হার, যার মধ্যে ৩টিতে ইনিংস ব্যবধানে। প্রতিপক্ষ এলোমেলো। এই সুযোগটা শতভাগ কাজে লাগাতে চায় সফররতরা। ঢাকায় পৌঁছে একথা বলেছেন ব্রেন্ডন টেইলর-ক্রেইগ আরভিনরা। তবে চাকাভার মতে, এখনই বরং জেতা আরো কঠিন হবে।

তিনি বলেন, ‘ওদের খারাপ সময় যাচ্ছে। তাই আমাদের বিপক্ষে জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে ওরা। আমার মনে হয় ম্যাচটা বেশ কঠিন হবে।’

সাকিব নিষেধাজ্ঞায়। এবার নেই মাহমুদউল্লাহও। পাশাপাশি, অনুপ্রেরণা হিসেবে আছে আগেরবার বাংলাদেশ সফরে সিলেটে ম্যাচ জয়ের স্মৃতি। শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্টে ড্র'য়ের স্মৃতিটাও তাজা আরভিনের দলের।

রেজিস চাকাভা বলেন, ‘সাকিব বিশ্বমানের খেলোয়াড়। তবে, সে না থাকলেও বাংলাদেশ সহজে ছাড় দেয়ার মতো দল নয়। প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবতে চাইনা। নিজেদের শক্তিমত্তা আর পরিকল্পনা নিয়েই কাজ করছি। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টটা আমরা ভালো খেলেছি। আশা করি, এখানেও ভালো কিছু হবে।’

জিম্বাবুইয়ানদের কাছে বাংলাদেশের কন্ডিশন চেনা। ঢাকা কিংবা চট্টগ্রামে বহু ম্যাচ খেলেছে তারা। সিরিজের একমাত্র টেস্টের আগে বিকেএসপির দুই দিনের প্রস্তুতি ম্যাচে আরো একবার নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে তারা।

(ঢাকাটাইমস/১৮ ফেব্রুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :