ট্যাক্সহীন মোবাইল: ভৈরবে পাঁচ দোকানিকে জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২২

শুল্কফাঁকি দিয়ে আনা মোবাইল ও ট্যাব বিক্রির অভিযোগে কিশোরগঞ্জের ভৈরবে ইয়াকুব সুপার মার্কেটের পাঁচ দোকানিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪৭ টি অবৈধ মোবাইল ও ট্যাব জব্দ করা হয়। পরে এসব আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার বিকালে বিটিআরসির ঢাকার উপ-পরিচালক এসএম গোলাম সারোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা উপস্থিত থেকে এ জরিমানা করেন।

জরিমানাকৃত দোকানগুলোর মধ্যে লিটন মোবাইল স্টোরকে ২০ হাজার, নীলা মোবাইল স্টোরকে ৫ হাজার, হিমু মোবাইল ঘরকে ৩০ হাজার, রাইটা মোবাইল স্টোরকে ১০ হাজার ও রাসেল মোবাইল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিটিআরসির উপ-পরিচালক এস এম গোলাম মোস্তফা জানান, দোকানগুলিতে অবৈধ মোবাইল পাওয়া গেছে। এসব মোবাইলের আইএমই নম্বর নকল যা সরকারকে ট্যাক্স না দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়। এ কারণে এসব মোবাইল ও টেব জব্দ করে আগুনে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান সারাদেশে নিয়মিত চলবে বলে তিনি জানান।

ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/পিএল/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :