রাজধানীতে গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মাদক পরিবহনের সময় রাজধানীর বাড্ডা এলাকায় গাঁজাসহ দুই কারকারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন- শরিফুল ইসলাম ও মো. মাইনুদ্দিন আবন।

মঙ্গলবার সকালে প্রগতি সরণির একটি পিকআপ ভ্যান থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার মো. কামরুজ্জামান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, কারবারিরা কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদকের চালান এনে রাজধানীসহ আশপাশের এলাকায় বিক্রি করছিল। কখনো যাত্রীবাহী বাসে কিংবা ট্রাকে করে তারা এসব মাদক বিভিন্ন জায়গায় পৌঁছে দিতো। চক্রটি ধরতে র‌্যাবের একটি দল রাজধানীর বাড্ডার প্রগতি সরণি এলাকায় অভিযান চালায়। অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় পিআপ ভ্যান থেকে ৩৬ কেজি গাঁজা ও নগদ আট হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হবিগঞ্জ সীমান্ত দিয়ে তারা গাঁজা দেশে আনে। পরে রাজধানী ও আশেপাশের এলাকায় চক্রের সদস্যরা পাইকারি দামে বিক্রি করত। গ্রেপ্তার শরিফুল পেশায় পিকআপ চালক। চালান প্রতি তাকে ৪৫ হাজার টাকা দেওয়া হতো। আর মাইনুদ্দিন ট্রেইলার্সের কাজ করেন। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এসএস/জেবি)