প্রবাসীরা সরাসরি দুদকে অভিযোগ জানাতে পারবেন

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীরা এখন থেকে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে সরাসরি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জানাতে পারবেন।

মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়।

দুদক জানায়, প্রবাসীরা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ জানাতে সরাসরি দুদকের হটলাইন-১০৬ ব্যবহার করতে পারছেন না। তাই প্রযুক্তিগত এই সমস্যা দূর না হওয়া পর্যন্ত দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্যের মোবাইলে (নং +৮৮০১৭১৬-৪৬৩২৭৬) যেকোনো সময় প্রবাসীরা তাদের অভিযোগসমূহ জানাতে পারবেন।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/জেবি)