শেষ হলো সংসদের শীতকালীন অধিবেশন

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছে। শীতকালীন অধিবেশন হিসেবে পরিচিত এই অধিবেশন চলে ২৮ কর্মদিবস।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অধিবেশন সমাপ্তি সম্পর্কিত ঘোষণা পাঠের মাধ্যমে মঙ্গলবার রাতে অধিবেশন সমাপ্ত ঘোষণা করেন।

এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এছাড়া বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন।

এ অধিবেশন ছিল একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। সংসদের প্রথা ও সংবিধান অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবস গত ৯ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন। ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর ২৭ কার্যদিবসে সংসদ নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধীদলের ২২৭ জন ৫৪ ঘণ্টা ২৪ মিনিট আলোচনা করেন। আলোচনা শেষে মঙ্গলবার সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব সংসদে গৃহীত হয়।

এছাড়া প্রথম অধিবেশন গত ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ মার্চ পর্যন্ত মোট ২৮ কার্যদিবস চলে। এ অধিবেশনে সাতটি সরকারি বিল পাস করা হয়। ৭১ বিধিতে ২৩৫টি নোটিশের মধ্যে ১২টি গৃহীত ও আটটির ওপর আলোচনা হয়। ৭১ক বিধিতে ২ মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৬০টি।

এছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য ১২৪টি প্রশ্নের মধ্যে ৫৫টির তিনি উত্তর দেন। আর মন্ত্রীদের জন্য দুই হাজার ৯০২টি প্রশ্নের মধ্যে দুই হাজার ৩৭৬টির উত্তর দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/জেবি)