চাঁদপুরে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫২

চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি বিধান না মানায় চারটি খাবার হোটেল ও দুটি স’মিলকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা বেগম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদনপত্র না থাকায় ফরিদগঞ্জ পৌর এলাকার ওয়ান স্টারকে পাঁচ হাজার টাকা, হোটেল মোহছেন আউলিয়াকে চার হাজার টাকা ও কাগজপত্র নবায়ন না করায় ক্যাফে রাজধানীকে পাঁচ হাজার টাকা, পিপাসা হোটেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে আরেকটি অভিযানে সকালে স’মিলে লাইসেন্স না থাকায় গিয়াস উদ্দিন টিম্বার্সকে আট হাজার টাকা ও জাহাঙ্গীর টিম্বার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসব প্রতিষ্ঠানকে আগামী এক মাসের মধ্যে কাগজপত্র ঠিক করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :