ইমন-শাহাদাতের ব্যাটে প্রতিরোধ গড়ছে বিসিবি একাদশ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৮ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৩

জিম্বাবুয়ের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বিসিবি একাদশ। স্কোরবোর্ডে ২৫ রান যোগ করতেই দুই উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা। শুরুর এ ধাক্কা সামাল দিতে এ মুহূর্তে লড়ছেন পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন।

দলীয় ২০ রানে নাঈম শেখের উইকেট হারায় স্বাগতিকরা। ব্যক্তিগত ১১ রানে নাঈমের ফিরে যাওয়ার পর ক্রিজে এসেছিলেন মাহমুদুল হাসান জয়। ‍ফিরে গেছেন মাত্র ১ রানে। তার বিদায়ে দলীয় ২৫ রানে দ্বিতীয় উইকেট হারায় বিসিবি একাদশ।

দ্রুত দুই উইকেট হারানোর পর বিপর্যয় সামাল দিতে লড়ছেন পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন। অনূর্ধ্ব-১৯ দলের এই দুই যুবার ব্যাটে এখন প্রতিরোধের স্বপ্ন দেখছে স্বাগতিকরা।

এর আগে ৭ উইকেটে ২৯১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী জিম্বাবুয়ে। সফরকারীদের ইনিংসে অর্ধশতক হাঁকান দুই ব্যাটসম্যান কেভিন কাসুজা ও চার্ল মুম্বা। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান আসে কাসুজার ব্যাট থেকে। তাছাড়া ৫৪ রানে অপরাজিত থাকেন মুম্বা।

স্বাগতিক বোলারেদের মধ্যে শাহাদাত হোসেন নেন সর্বোচ্চ তিনটি উইকেট। তাছাড়া আল-আমিন দুটি ও শরিফুল ইসলাম একটি উইকেট নেন।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :