সুনামগঞ্জে মদসহ কারবারি গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫২ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৯

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আমপাড়া বাজারের এক চায়ের দোকান থেকে ১৬৫ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তার নাম জালাল মিয়া।

গ্রেপ্তারকৃত জালাল গাসিগাঁও গ্রামের রেহান উদ্দিনের ছেলে।

মঙ্গলবার বিকালে আমপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি ও স্থানীয় সূত্র জানায়, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এএসআই মনির হোসেনের নেতৃত্বে এএসআই উস্তার মিয়া, রিপন আহমদসহ কয়েকজন ফোর্স চায়ের দোকানে অভিযান চালায়। পরে সেখান থেকে ভারতীয় ১৬৫ বোতল মদ জব্দ করা হয় এবং জালালকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও এক আসামি পলাতক রয়েছেন।

ডিবির ওসি কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানায় পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :