পাঠকের ভালোবাসা পাচ্ছে ‘কায়দা করে বেঁচে থাকো’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৩ | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৮

‘কায়দা করে বেঁচে থাকো’। সময়কে ধরার চেষ্টা আছে নামে। এটি কবি ইমরান মাহফুজের দ্বিতীয় কাব্যগ্রন্থ। প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশন। বইমেলায় প্যাভিলিয়ন-১৪।

অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এ প্রকাশিত কবিতার বইগুলোর মধ্যে ‘কায়দা করে বেঁচে থাকো’ ভিন্নমাত্রার এক সংযোজন। পাঠক হাতে নিলেই তা সহজে বুঝতে পারবেন। কবিতার গড়নে আছে সেই ছাপ। আছে কৌশলী চিন্তার ছায়া। একেকটি লাইন পাঠককে নামিয়ে দেবে সরবরে। বড় আকর্ষণ হচ্ছে বইটির প্রচ্ছদে কবির নাম নেই। নেই কোনো সূচিপত্র।

ইমরান মাহফুজ বলেন, নাম সর্বস্বযুগে কাজের চেয়ে নামের বাহারই বেশি দেখা যায়! এর বিপরীতে আমি কাজকে গুরুত্ব দিয়ে কাভারটি নামহীন রাখার চিন্তা করলাম। এছাড়া প্রথম বই দীর্ঘস্থায়ী শোকসভার মধ্যে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। আশা রাখি, পাঠকরা এবারেও সূচিপত্রহীন বইটিতে বাংলা কবিতার এক্সপেরিমেন্ট খুঁজে পাবেন।

এরই মধ্যে মেলায় ব্যাপক সাড়া ফেলেছে ‘কায়দা করে বেঁচে থাকো’ বইটি। কবিতাপ্রেমী পাঠকের পছন্দের তালিকায় শীর্ষে থাকছে এটি।

সুন্দর বাঁধাই আর মলাটে প্রকাশিত বইটির দাম ১৩০ টাকা। প্রচ্ছদ করেছেন আনোয়ার সোহেল।

(ঢাকাটাইমস/ ১৯ ফেব্রুয়ারি/ এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :