শহীদ সালামের গ্রামে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৮

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস

বায়ান্নর ভাষা আন্দোলনে অমর শহীদ আবদুস সালামের গ্রামে ‘সালাম স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরে’ সুন্দর হাতের লেখা ও বক্তৃতা প্রতিযোগিতা বুধবার সকালে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের আয়োজনে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শহীদ সালামের ছোট ভাই আবদুল করিম প্রতিযোগিতার উদ্বোধন করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান।

শহীদ সালাম স্মৃতি পরিষদ সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হেসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) প্রার্থ প্রতিম দেব ও মাতুভূঞা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।

স্বাগত বক্তব্য দেন ভাষা শহীদ সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর জাহান বেগম।

মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক কাজী ইফতেখারের সঞ্চালনায় বক্তব্য দেন- ফেনী প্রেসক্লাব একাংশের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, দৈনিক মানবজমিন ও বিডিনিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ তাহের ও সাবেক সাধারণ সম্পাদক মো. ইমাম হাছান কচি।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/কেএম/এলএ)