কব্জি হারানো সেই পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১

‘ইসলামী ছাত্র শিবিরের ছোঁড়া হাতবোমায়’ দুই হাতের কব্জি হারিয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন। ২০১৩ সালের ৩১ মার্চ রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকায় তার ওপর এই হামলার ঘটনা ঘটে। সেই মকবুল হোসেন এবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন।

জানুয়ারি মাসের মাসিক অপরাধ সভা ও পুলিশ অফিসারদের পারফরম্যান্স মূল্যায়নেরভিত্তিতে এই শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হয়।

মঙ্গলবার আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় পুলিশ কমিশনার হুমায়ুন কবির এসআই মকবুল হোসেনকে শ্রেষ্ঠ ঘোষণা করে পুরস্কৃত করেন। এ সময় আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম এবং সালমা বেগমসহ অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৩১ মার্চ সরকারবিরোধী আন্দোলনের সময় রাজশাহী নগরীর রাণীবাজার এলাকায় ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাত বোমা ছোঁড়া হয়। এতে মকবুল হোসেনের দুই হাতের কব্জি উড়ে যায়। তারপরেও দায়িত্ব পালন করে যাচ্ছেন এসআই মকবুল। পরবর্তীতে তিনি পিপিএম পদক (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) অর্জন করেন। এসআই মকবুল বর্তমানে নগরীর কাশিয়াডাঙ্গা থানার দ্বিতীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মকবুল বলেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি নিজের কর্মরত অবস্থায় অটুট থেকে। গত জানুয়ারি মাসে থানায় থাকাকালে ভালো কাজের জন্য পুলিশ কমিশনার স্যার আমাকে এই পুরস্কার দিয়েছেন। এ পুরস্কার আগামী দিনে আরো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেজি দরে অপরিপক্ক তরমুজ, পিস চাইলে দাম আকাশ ছোঁয়া

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

ফেনী সরকারি কলেজে শিক্ষার্থীদের গণইফতারে ছাত্রলীগের হামলা, আহত ১০

মধ্যরাতে ফের মিয়ানমারের গুলির শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত

উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক, দুর্ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

বরগুনা প্রেসক্লাবের নামে ভুয়া কমিটি গঠনের অভিযোগ 

ঝিনাইদহে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানে জরিমানা

যারা ট্রেনে আগুন দেয় তারাই ভাড়া বৃদ্ধির গুজব ছড়ায়: রেলমন্ত্রী

আলফাডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মানিকগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :