দাপটের সঙ্গেই জিম্বাবুয়েকে হারাতে পারে বাংলাদেশ!

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

সম্প্রতি সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফলতার গ্রাফ ক্রমেই নিচের দিকে নামছে। একের পর এক হেরেই চলেছে দল। এমন পরিস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে নামছে টাইগাররা। এই সিরিজের আগে জাতীয় দলকে সাহস যোগালেন প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশকে নেতৃত্ব দেয়া আল-আমিন।

বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচের শেষ দিন সেঞ্চুরি করেছেন আল-আমিন। ১০০ রান করে অপরাজিত থাকেন। সেঞ্চুরি করেছেন বিসিবি একাদশের আরেক ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। ৯৯ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন তামিম।

বুধবার প্রস্তুতি ম্যাচের পর আল-আমিন বলেছেন, ‘আমরা এখন যে রকম ক্রিকেট খেলছি তাতে জাতীয় দল জিম্বাবুয়েকে ভালোবাবেই সামলাতে পারবে। টেস্ট ম্যাচটি জিততে পারবে বেশ দাপটের সঙ্গেই।’

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে এসেছেন তানজিদ হাসান তামিম। দেশে ফিরেই একটি জাতীয় দলের বিপক্ষে খেলতে নেমে সেঞ্চুরি করে রোমাঞ্চিত তানজিদ হাসান তামিম। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ জিতে এসেই একটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলা। একটু চাপ তো ছিলই। তবে, দারুণ অভিজ্ঞতা হয়েছে।’

আগামী ২২ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এসইউএল)