মাগুরায় দুই ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৭

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

মাগুরায় দুই ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার বরুনাতৈল গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের মনিরুল ইসলাম ওরফে লাভলু মণ্ডল (৪০) ও একই জেলার বোয়াললমারী উপজেলার চর হাটখোলা গ্রামের দাউদ  মোল্যা (৩৮)। তারা আন্তঃজেলা ডাকাত দলের চিহ্নিত সদস্য।

পুলিশের দাবি, অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই দল ডাকাতের মধ্যে এ ‘বন্দুকযুদ্ধে’ তারা নিহত হন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাত ১টার দিকে গোলাগুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী ও টহল পুলিশ। পরে থানা পুলিশ গ্রামের মাঠে গিয়ে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সহায়তায় মাগুরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা, একটি রামদা, ছোরা ও চাপাতি উদ্ধার করে পুলিশ।

নিহতদের বিরুদ্ধে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, নড়াইল ও মাগুরাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মামলা রয়েছে বলে জানয় পুলিশ।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/পিএল/এলএ)