ভূঞাপুরে ৯৭০ বোতল ফেনসিডিল উদ্ধার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৫

টাঙ্গাইলের ভূঞাপুরে ৯৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার গোবিন্দাসীর নৌকা ঘাটে একটি প্রাইভেটকার থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ট্রাফিক সার্জেন্ট ওয়ালিদ বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ফেনসিডিল বহনকারী একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ব¡রে সিগন্যাল দেয়া হয়। সিগন্যাল অমান্য করে গাড়িটি চত্বর ঘুরিয়ে দ্রুত ভূঞাপুরের দিকে যেতে থাকে। পরে তার পিছু নিলে ভূঞাপুর সড়কের সিরাজকান্দি বাজারে ওই প্রাইভেটকারের চালক ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে গোবিন্দাসীর নৌকা ঘাট যমুনা নদীর তীরে গিয়ে থেমে যায়। পরে ভূঞাপুর থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রাইভেটকারটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। এসময় প্রাইভেটকারে এসব ফেনসিডিল পাওয়া যায়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, চালককে দ্রুত গ্রেপ্তারের অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :