যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৫

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের হাড়িখালি ও গত মঙ্গলবার রাত ১১ টার দিকে যশোর-মাগুরা সড়কের সীমাখালীতে দুর্ঘটনা দুটি ঘটে।

যশোরের নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিন জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার বুঝতলা বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী গ্রিনবাংলা পরিবহনের একটি বাসে করে নাটোর রাজবাড়ী শিক্ষা সফরে যাচ্ছিলেন। বাসটি যশোর-সাতক্ষীরা সড়কের হাড়িখালিতে পৌঁছলে যশোর থেকে ছেড়ে যাওয়া সাতক্ষীরাগামী একটি বাসের সঙ্গে পিকনিক বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লোকাল বাসের চালক মারা যান। আহত হন দুই শিক্ষকসহ ১৮ শিক্ষার্থী। তাদের বিভিন্ন হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এদিকে মঙ্গলবার রাত ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার সীমাখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান যশোরের একটি ক্লিনিকের কর্মকর্তা  মোশারেফ হোসেন।

পুলিশ জানায়, মোশারেফ হোসেন রাত ১১টার দিকে তার স্ত্রীকে নিয়ে মাগুরা থেকে মোটরসাইকেলে করে যশোরে যাচ্ছিলেন। যশোর-মাগুরা সড়কের সীমাখালীতে পৌঁছলে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর জখম হন। তাকে যশোর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোশারেফ হোসেন মাগুরার সদর উপজেলার ইসাদহ গ্রামের বাসিন্দা।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/পিএল/এলএ)