নিউজিল্যান্ড টেস্ট দলে হেনরি

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:১১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ট্রেন্ট বোল্ট, টিম সাউদির সঙ্গে নিউজিল্যান্ড পেস বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। অথচ টেস্ট সিরিজ শুরুর হওয়ার আগে সেই নেইল ওয়াগনারের রিপ্লেসমেন্ট হিসেবে ম্যাট হেনরিকে স্কোয়াডে ডেকে পাঠাল নিউজিল্যান্ড ম্যানেজমেন্ট। কারণ ওয়াগনারের স্ত্রী সন্তানসম্ভবা। যেকোনো মুহূর্তে সুখবরটা চলে আসবে। তাই হয়তো প্রথম টেস্ট নাও খেলা হতে পারে তাঁর। তাই ওয়াগনারের পরিবর্তে ম্যাট হেনরিকে ডেকে পাঠাল নিউজিল্যান্ড ক্রিকেট।

ভারতের বিরুদ্ধে ১৩ জনের টেস্ট স্কোয়াড তৈরির সময় নিউজিল্যান্ড ম্যাট হেনরিকে না নিয়ে দীর্ঘকায় কাইল জেমিসনের উপর আস্থা দেখিয়েছিল। হেনরি শেষবার টেস্ট খেলেছিলেন বছরের গোড়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে। সেই টেস্টে দুই উইকেট নিয়েছিলেন তিনি।

গত বছর ইংল্যান্ডে একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন হেনরি। ৩৭ রানে তিন উইকেট নিয়েছিলেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে সেই ম্যাচে ১৮ রানে জিতেছিল ব্ল্যাক ক্যাপসরা। তবে নেইল ওয়াগনার যদি ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নাও পারেন, তাতে পরিবর্ত হিসেবে হেনরির খেলার সম্ভাবনা কম। মনে করা হচ্ছে, সে ক্ষেত্রে জেমিসনের অভিষেক হতে পারে।

আগামী ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে শুরু হবে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৯ ফেব্রুয়ারি।

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এসইউএল)