দলের জন্য যা কাজে লাগবে তাই করব: রাহি

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

টেস্টে এখন বাংলাদেশ দলের অন্যতম অস্ত্র পেসার আবু জায়েদ রাহি। এখন পর্যন্ত ৮টি টেস্ট খেলে ২০টি উইকেট শিকার করেছেন তিনি। ভালো বোলিংয়ের কারণেই তিনি নিয়মিত টেস্ট একাদশে সুযোগ পাচ্ছেন। তো দলের হয়ে খেলার সময় তিনি কোন বিষয়টার উপর বেশি গুরুত্ব দেন।

এই বিষয়ে আবু জায়েদ রাহি বলেছেন, ‘আসলে পরিস্থিতির উপর নির্ভর করে। যখন অধিনায়ক বলবে ঠিক জায়গায় বোলিং করার, তখন তাই করতে হবে। রিয়াদ ভাই, সৌরভ ভাই দুজনই তিন রানের বেশি না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আমরা সেভাবে করেছি। তামিম ভাইও বোলারদের খুব পরামর্শ দিচ্ছে। একটু সময় দিলে আশা করি খুব ভালো হবে।’

সামনে জিম্বাবুয়ে সিরিজ। মিরপুরে ২২ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। এই ম্যাচ নিয়ে কী ভাবছেন রাহি? তিনি বলেছেন, ‘দলের জন্য কী করতে হবে সেটা জানাই আসল। দুই পেসার খেলবে নাকি এক পেসার খেলবে তা এখনো জানি না। বিসিএল বা ন্যাশনাল লিগে স্পিনাররা বেশি রান দিলে পেসারদের কাজ হয় রান কম দেওয়া। এতে স্পিনাররা পরে এসে উইকেট নিতে পারে। টিমের জন্য যেটা কাজে লাগবে তা করতে পারাটাই আসল।’

(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এসইউএল)