শেষ হলো জাতীয় মৌ মেলা

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৮

ঢাকাটাইমস ডেস্ক

রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটরিয়াম চত্বরে শেষ হলো জাতীয় মৌ মেলা ২০২০। তিন দিনের এ মেলার সমাপনী দিন ছিল বুধবার। মেলায় এবার প্রায় ৫০ লাখ টাকার মধু বিক্রি হয়।  গত বছর মেলায় মধু বিক্রি হয়েছিলো ৩০ লাখ টাকা।  চতুর্থবারের মতো এ মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। মেলায়  সরকারি ছয়টি ও বেসরকারি ৬৮টি প্রতিষ্ঠানের মোট ৭৪টি স্টল অংশ নেয়। এবারের প্রতিপাদ্য  ‘পুষ্টি নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মৌচাষ’।  

বিএআরসি অডিটরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস ও ড. শেখ মো. বখতিয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক  ড. মো. আবদুল মুঈদ। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের পরিচালক মো. কবির হোসেন।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/কেএম/এলএ)