২৩ কোটি টাকার চোরাই কাপড় জব্দ, আটক ১২

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৮

ঢাকাটাইমস ডেস্ক

শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা প্রায় ২৩ কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশি কাপড় আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। গত ১৫ ফেব্রুয়ারি রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজিএস স্বাধীন বাংলা জাহাজ সমুদ্রে টহলরত অবস্থায় মোংলা ফেয়ারওয়ে বয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কাপড়গুলো জব্দ করা হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড জাহাজ পিছু ধাওয়া করে ১২ জন ক্রুসহ অবৈধ কাপড় বোঝাইকৃত ট্রলারটি আটক করতে সক্ষম হয়। পরে ওই ট্রলার তল্লাশি করে ২০ হাজার ৬৯৯টি  উন্নতমানের বিদেশি শাড়ি, ৩২১ পিস লেহেঙ্গা এবং ১১০ পিস থ্রি-পিস জব্দ করা হয়।

আটকরা হলেন, স্বপন (৩৮), গিয়াস উদ্দিন (৫০), আব্দুল কাদের (৩৩), মো. বাবু (১৯), শেখ ফরিদ (৩৬), মোসলে উদ্দিন (২৮), মামুন (২১), হুমায়ুন কবির (৩০), সোলায়মান (৪০), আবু কালাম (৫০), হারুন হাওলাদার মাঝি (৫৫) ও বাহার উদ্দিন (৪৫)। তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/কেএম/এলএ)