জাপানের সেই প্রমোদতরীতে দুই করোনা রোগীর মৃত্যু

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৩ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়া রুখতে জাপানের উপকূলে কোয়ারেন্টাইনে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে নিহত ওই দুই যাত্রী বেশি বয়স্ক ছিলেন। বৃহস্পতিবার জাপানের সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

জাপানের সরকারি সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীতে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। মৃত ব্যক্তিদের একজন পুরুষ এবং নারী। তাদের বয়স প্রায় ৮০ বছর। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি জাপান।

এদিকে, জাপানের  ফুকুওকা শহর কর্তৃপক্ষ একইদিন নিশ্চিত করেছে যে, সেখানে ৬০ বছর বয়সী এক বাসিন্দার দেহে করোনাভাইরাস সংক্রমণের খবর মিলেছে।

সাড়ে তিন হাজার যাত্রী নিয়ে সাগরে ভ্রমণ করা ডায়মন্ড প্রিন্সেসে জানুয়ারির শেষ দিকে এক চীনা  নাগরিকের দেহে করোনা শনাক্ত হয়। এরপর তাকে হংকংয়ে নামিয়ে দেয় জাহাজ কর্তৃপক্ষ। পরে জাপান উপকূলে পৌঁছলে জাহাজটিকে কোয়ারেন্টাইনে রাখে জাপান সরকার। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর কয়েকশ লোকের শরীরে করোনা ধরা পড়ে। তাদেরকে নিরাপদে হাসপাতালে স্থানান্তর করা হয়।

১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে ৫০০ যাত্রীর শরীরে করোনা শনাক্ত না হওয়ায় বুধবার তাদেরকে জাহাজ থেকে সরানো হয়। এর মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। নাগরিকরা জাহাজ ত্যাগের পর নিজ নিজ দেশে ফিরে গেছেন। এখনো কয়েকশ লোক জাহাজে পর্যবেক্ষণে রয়েছেন।

ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/একে