পিএসএলে নিষিদ্ধ হলেন উমর আকমল

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পঞ্চম আসরের শুরুর আগ মূহুর্তে নিষেধাজ্ঞায় পড়লেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ উমর আকমলকে নিষিদ্ধ ঘোষণা করেছে। পিসিবির অ্যান্টি করাপশন কোডের অনুচ্ছেদ নম্বর ৪.৭.১ ভঙ্গ করায় নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে উমর আকমলের ওপর। পিসিবির অ্যান্টি করাপশন ইউনিট যতদিন এই ব্যাপারে তদন্ত চালিয়ে যাবে ততদিন পর্যন্ত কোন ক্রিকেট বিষয়ক কর্মকান্ডে অংশ নিতে পারবেন না উমর আকমল।

এখনো ব্যাপারটা তদন্তাধীন বিধায় এই বিষয়ে কোন মন্তব্য আসেনি পিসিবির তরফ থেকে। আকমলের নিষেধাজ্ঞার খবর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে পিসিবি।

আজ থেকে শুরু হচ্ছে পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) নয়া আসর। ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের পিএসএল। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অংশ ছিলেন উমর আকমল। এখন চাইলে উমর আকমলের বিকল্প খুঁজতে চাইতে পারবে দলটি। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পিএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন উমর আকমল। ৫৮৮৭ আন্তর্জাতিক রানের মালিক উমর আকমল পাকিস্তানের হয়ে সর্বশেষ খেলেছেন ২০১৯ সালের মার্চে, ওয়ানডে ফরম্যাটে।

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এআইএ)