পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ!

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৫ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এ বছরই মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেটের ১৫তম আসর। আসর আয়োজনকে সামনে রেখে মুখোমুখি অবস্থানে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। পাকিস্তান এই আসর আয়োজনের কথা থাকলেও ভারতের অনড় অবস্থানের কারণে পিছু হটতে হচ্ছে পাক ক্রিকেট বোর্ডকে।

কদিন আগেও এশিয়া কাপ আয়োজন ছেড়ে না দেওয়ার ঘোষণা দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বর্তমানে বেশ নমনীয় হয়ে পড়েছে। খোদ পিসিবি চেয়ার‌ম্যান এহসান মানিই জানিয়েছেন, এশিয়ার ক্রিকেট খেলুড়ে পরাশক্তি দেশগুলোর সিদ্ধান্ত অনযায়ীই চূড়ান্ত হবে- কারা হচ্ছে এবারের আসরের আয়োজক।

এশিয়া কাপের গত আসর ভারতে হওয়ার কথা থাকলেও পাকিস্তানের আপত্তিতে আরব আমিরাতে আয়োজিত হয়। গতবারের জের ধরে ভারত এবার পাকিস্তানে এশিয়া কাপ খেলতে নারাজ। এমনকি দিয়ে রেখেছে টুর্নামেন্ট বর্জনের হুমকিও।

এমন পরিস্থিতিতে পাকিস্তান জানিয়েছিল- বিকল্প ভেন্যু ব্যবহার করে হলেও নিজেদের দেশে এশিয়া কাপের আয়োজন স্বত্ব রাখবে তারা। তবে এবার পিসিবি প্রধান মানিই বলছেন, এশিয়া কাপের আয়োজন স্বত্ব স্থানান্তর হতে পারে!

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ট্রফি উন্মোচন অনুষ্ঠানে মানি বলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের স্টেক হোল্ডারদের মধ্যে আলোচনায় সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সেক্ষেত্রে ধরে নেওয়া যেতেই পারে, এশিয়া কাপের আয়োজক হিসেবে বহাল থাকার জন্য পাকিস্তান আর অনড় অবস্থানে নেই। সেক্ষেত্রে এশিয়া কাপের আয়োজক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অন্যান্য দেশগুলোর। ভারতে এশিয়া কাপ হলে কপাল কুচকাবে পাকিস্তান। তাই পাকিস্তানে এশিয়া কাপ না হলে বাংলাদেশ, শ্রীলঙ্কা বা ফের আরব আমিরাতের মত দেশেরই আয়োজক হওয়ার সম্ভাবনা বেশি।

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এআইএ)