ম্যাচের আগে ‘গেম প্ল্যান’ জানতে চান পাপন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪০

কিছুদিন আগেই জানিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেট দলের অভ্যন্তরীণ বিষয়ে আবার হস্তক্ষেপে ফিরছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। টাইগার দলের ধারাবাহিক ব্যর্থতার খোলস মুক্ত করতে এবার বোর্ড সভাপতি সরাসরিই বললেন, ম্যাচের আগের দিনই দলের গেম প্ল্যান জানাতে হবে তাকে।

পাপনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, একজন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যেসব বিষয়ে দেখভাল করার কথা, তার থেকে ঢের বেশি করে থাকেন তিনি। যার কারণে অনেকেই তোকে ‘মিস্টার ইন্টারফেয়ার’ নামে ভূষিত করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি এক সংবাদসম্মেলনে পাপন জানিয়েছিলেন, ‘আপনারা আমার নাম দিয়েছিলেন মিস্টার ইন্টারফেয়ার। এখন দেখছি যে আবার আগের মতো ওইরকম ভূমিকায়ই যেতে হচ্ছে।’

টালমাটাল দলের বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ’১৬ জনের স্কোয়াড নির্বাচকরা দিতে পারবেন। তারপর ১৬ হোক বা ১৩ হোক, এখান থেকে সেরা একাদশ অধিনায়ক ও কোচ নিতে পারবেন। কিন্তু যে জিনিসগুলো হচ্ছে, আমি আগের দিন জানতে চাই খেলার পরিকল্পনাসমূহ।’

সম্প্রতি মাঠের ক্রিকেটে একেবারেই ভালো সময় যাচ্ছে না বাংলাদেশ দলের। হারের বৃত্ত ভেঙে বের হতে পারছে না দল। যা সমর্থকদের মতই ব্যথিত করছে বোর্ড সভাপতিকেও। এমন হতশ্রী পারফরম্যান্স কাটাছেড়া করে পাপন দেখেছেন, ব্যাটিং অর্ডারে নিয়মিত রদবদলের কারণে সুবিধা করতে পারছে না লাল-সবুজের প্রতিনিধিরা।

ব্যাটসম্যানদের নির্দিষ্ট অর্ডারেই ব্যাট করানো উচিত বলে মনে করছেন পাপন। এর ব্যত্যয় যাতে না ঘটে এ ব্যাপারে কড়া নজরদাড়ি করবেন পাপন, ‘সেরা একাদশ নির্বাচন করবে অধিনায়ক-কোচ। সেখানে আমি কথা বলব না, তবে ব্যাটিং অর্ডারের কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়।’

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :