বইমেলায় ‘স্যামুয়েলের ডায়েরি’

প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হলো  গীতিকার স্যামুয়েল হকের ‘স্যামুয়েলের ডায়েরি’। বইটি প্রকাশ করেছে জি-সিরিজ প্রকাশনী।

বুধবার বইটি মেলায় প্রকাশিত হয়েছে। এর  প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন খাদেমুল জাহান। বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা। পাওয়া যাচ্ছে বাতিঘর প্রকাশনীর ৪৪৪-৪৫-৪৬ নম্বর স্টলে।

বইটি সম্পর্কে লেখক বলছেন,বইটি পড়লে বর্তমান প্রজন্ম দর্শন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। গল্পের ছলে নিজস্ব কিছু কথাও আছে। গল্প পড়তে পড়তে পাঠক কখন দর্শন সম্পর্কে জেনে ফেলবেন সেটা তারা টেরই পাবেন না।

তার দাবি, বইটি মানব বোধকেও জাগ্রত করবে। যেখানে প্রাচীনতম জ্ঞানীদের অমৃতজ্ঞানের সঙ্গে বর্তমানের গভীর সংযোগ রাখা হয়েছে। সৃষ্টির আদি রহস্য নিয়ে মানুষের কৌতূহল চিরকাল। সে সব জিজ্ঞাসা বা রহস্যের সাবলীল উচ্চারণ রয়েছে এই গ্রন্থে। পাঠকদের সমৃদ্ধ করতেই প্রকাশিত হলো লেখক স্যামুয়েল-এর দ্বিতীয় প্রকাশনা ‘স্যামুয়েলের ডায়েরি’।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/বিইউ)