ঢাকায় ভারতীয় প্রতিরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৬

ভারতের ১২টি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম সম্পর্কিত সেমিনার (সাইড ২০২০) অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ঢাকায় সেমিনারটি অনুষ্ঠিত হয় বলে বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের উপস্থিতিতে সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীর রেডিসন ব্লুতে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৃঙ্খলাবদ্ধ এবং পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলার ওপর জোর দিয়েছিলেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অর্থনীতি এবং শিল্পায়নে খুব দ্রুত অগ্রগতি করেছে।’ বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী শৃঙ্খলাবদ্ধ এবং পেশাদার শক্তি হিসেবে বিশ্বের বুকে সুনাম অর্জন করেছে বলেন শিল্পমন্ত্রী।

ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এনআই/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :